বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সীমান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য হলে টাইব্রেকারে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
অন্যদিকে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। খেলায় তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জয়ী হয়।
রামেশ্বর মডেল পাইলট ইনস্টিটিউশন মাঠে সকালে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে ফাইনাল খেলায় অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহাজাদী বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক।
পরে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।