সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সব পক্ষেরই সচেতনতা দরকার : আলোচনা সভায় অভিমত ক্ষতিপূরণ দাবি বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত ব্যাটারিচালিত রিকশাচালকদের কর্মসূচি স্থগিত ন্যাশনাল মেডিকেল, সোহরাওয়ার্দী ও নজরুল কলেজে হামলা- ভাঙচুর, পরীক্ষা স্থগিত বরাদ্দের মধ্যেই দিবস পালন করতে হবে : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচনে নিরঙ্কুশ জয় আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেলের

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প: ১৫ অক্টোবর থেকে পুরোদমে কাজ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চলতি মাসের ১৫ তারিখ থেকে পুরোদমে শুরু হচ্ছে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ। গত মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ মাস বর্ষা মৌসুমকে কেন্দ্র করে এ প্রকল্পে খালের কাজ অনেকটা বন্ধ ছিল। খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতার ভোগান্তি এড়াতে এমন সিদ্ধান্ত ছিল সংশ্লিষ্টদের। তবে সড়ক, ফুটপাত নির্মাণসহ অন্যান্য কাজ থেমে থাকেনি।

 

 

ইতোমধ্যে প্রকল্পের কাজ শুরু করার জন্য ঠিকাদারদের নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। চলতি বছরের বর্ষায় মুরাদপুর, দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহরসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয়। ১৫ অক্টোবরের পর থেকে প্রকল্পের কাজ পুরোদমে শুরু হলে মুরাদপুরসহ জলাবদ্ধতাপ্রবণ চিহ্নিত এলাকাসমূহে কাজ করা হবে বলে জানান প্রকল্প পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস আহমেদ।

 

প্রকল্প সূত্রে জানা যায়, নগরীর ৫৭টির মধ্যে ৩৬ খাল পুনঃখনন, স¤প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। ৩৬ খালের মধ্যে ২০ খালের রিটেইনিং ওয়াল, সড়ক ও ফুটপাত নির্মাণসহ কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। এছাড়াও আরও ১০টি খালের কাজও প্রায় হওয়ার পথে। এর বাইরে হিজড়া খাল, মির্জা, চশমা এবং জামাল খানসহ আরও ৬ খালের সংস্কার ও সম্প্রসারণ এখনও বাকি রয়েছে।

 

সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ফেরদৌস আহমেদ বলেন, বর্ষা মৌসুমে এপ্রিল থেকে খালের কাজ ধীর করা হয়। মে থেকে কাজ বন্ধ রেখে খাল থেকে সব ধরনের যন্ত্রপাতি ও বাঁধ অপসারণ করা হয়। যাতে জোয়ার ও বৃষ্টির পানি দ্রুত নামতে পারে। মানুষের ভোগান্তি কমাতে খালের বাঁধ অপসারণ করা হয়। এছাড়া, বর্ষার আগেই সব খাল পরিষ্কার করা হয়।

 

চলতি শুষ্ক মৌসুমে জলাবদ্ধতাপ্রবণ এলাকা নিয়ে কাজ করা হবে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, এ বছর আমরা মুরাদপুর এলাকা নিয়ে আলাদাভাবে কাজ করবো। সেখানে বেশ কয়েকবার জলাবদ্ধতা হয়েছে। এছাড়া যেসব এলাকায় বেশি পানি হয়েছে, আমরা সেসব এলাকা চিহ্নিত করেছি। ১৫ অক্টোবরের পর থেকে আমরা সেসব এলাকা নিয়ে কাজ করবো।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে সিডিএ’র ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। তিন বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নের সময় শেষ হয় ২০২০ সালের জুন মাসে।

 

 

সর্বশেষ অনুমোদন পাওয়া নতুন আরডিপিপি অনুযায়ী জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ব্যয় ৮ হাজার ৬২৬ কোটি টাকা এবং সময় ২০২৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৮ বছরের ৯ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করে সিডিএ। এরপর ২৮ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৭২ শতাংশ এবং ব্যয় হয়েছে ৪ হাজার একশ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com