শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবি’র নেতৃত্বে পরিছন্নতা ও বৃক্ষরোপন কার্যক্রম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

সারাদেশব্যাপি চলছে ডেঙ্গুর ভয়াবহ তান্ডব। প্রতিদিন ডেঙ্গু রোগির সংখ্যা বেড়েই চলেছে।সেইসাথে ডেঙ্গুরোগে  মারাও যাচ্ছে অনেকে। ঢাকা সর্বদা রেড জোনে থাকলেও রাজশাহীও রয়েছে ডেঙ্গু ঝুঁকির মধ্যে। ডেঙ্গু থেকে জনগণদের বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব, রফিকুল ইসলাম রবির নেতৃত্বে,শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর বিভিন্ন গ্যালারী পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেইসাথে ফোকার মেশিন দিয়ে মশা নিধন করার জন্য স্প্রে করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন শেষে টেনিস কমপ্লেক্স ও টি-বাঁধে বিভিন্ন প্রজাতীর গাছ  রোপন করেন তারা।

 

এসময়ে রবি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এর পরামর্শক্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, এই মুহুর্তে রাসিক মেয়র ও কাউন্সিলরগণ নেই। সব মিলিয়ে নগরীর পরিবেশ অন্য রকম হতে চলেছে। এ অবস্থা থেকে নগরীকে বাঁচাতে এবং ক্লিন সিটি, গ্রীন সিটি, এডুকেশন সিটি  ও হেলদি সিটির সুনাম রক্ষা করতে তারা এই কর্মসূচী শুরু করেছেন। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডেই এই কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।

 

তিনি আরো বলেন, এই মুহুর্তে দেশ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বল্পতার কারনে এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম করছে। আসলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন দল নাই। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এ সকল অরাজকতা কোন ভাবেই বরদাস্ত করে না। এজন্য দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজী করতে আসলে তাদেরকে কিংবা সেনাবাহিনীকে খবর দেয়ার জন্য অনুরোধ করেন রবি। সেইসাথে টেনিস কমপ্লেক্স এর বর্তমান নাম বাদ দিয়ে পূর্বের জাফর ইমাম টেনিস কমপ্লেক্স নামকরণ করার দাবী জানান তিনি। এসময় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com