বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মাধ্যমে ‘কৈলাসে’ ফিরেছেন দেবী দুর্গা। বিসর্জনের আগে পূজা অর্চনা আর ঢাকের তালে আর সিঁদুর খেলায় মেতে উঠেন সনাতন ধর্মের নারীরা।
এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫৬টি মণ্ডপে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। এর মধ্যে সদর উপজেলায় ৫৯টি, শিবগঞ্জে ৪৬টি, গোমস্তাপুরে ৩২টি, নাচোলে ১৬টি ও ভোলাহাটে ৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবে প্রতিদিন ভক্তরা এ-মণ্ডপ থেকে ও-মণ্ডপ ঘুরে দুর্গামায়ের চরণে শ্রদ্ধাঞ্জলি দেন। করেন পূজা-অর্চনা। ভক্তদের পদচারণায় মুখরিত ছিল মন্দির এলাকাগুলো।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, র্যাব, আনসার সদস্যরা ছিলেন সজাগ। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি মণ্ডপগুলোয় নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়, স্থাপন করা হয় সিসি ক্যামেরা।
রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। ভক্তরা চোখের জলে বিদায় জানান দেবী দুর্গামাকে, কামনা করেন সুখ ও শান্তি।
সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মণ্ডপগুলোসহ সারা জেলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই বিসর্জন কার্যক্রম শেষ করার জন্য পূজা কমিটির নেতৃবৃন্দকে বলা হয়েছে।