বিডি ঢাকা ডেস্ক
ইন্টার্ন ভাতা চালুসহ ৪ দফা দাবিতে ইসলামী ব্যাংক নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন I
বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানাধীন ইসলামী ব্যাংক নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে এই কর্মসূচি পালন করেন।
উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, নার্সিং শিক্ষার্থীদের ভাতা বৈষম্যের অবসান ঘটিয়ে রাজশাহীতে ইন্টার্ন ভাতা চালু করা, চাকরির সার্কুলারে গ্র্যাজুয়েট নার্সদের আবেদনের সুযোগ ও নিয়োগ প্রদান, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতপূর্বক হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপের দালাল শহিদুল হোসাইন ও মিথ্যার ভান্ডার মিজানুর রহমান মিলনকে চাকরি থেকে অপসারণ/বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উক্ত বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন-
ইসলামী ব্যাংক নার্সিং কলেজ শিক্ষার্থী কামরুল হাসান, কবিরুল ইসলাম, শাহনাজ বেগম, হুমায়রা বিনতে মাহমুদ, নাহিদ হোসেন প্রমুখ।