বিডি ঢাকা ডেস্ক
চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুর ভরাট কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে এলাকাবাসীর স্বার্থে ও জীব-বৈচিত্র রক্ষার্থে অবিলম্বে পুকুর ভরাট বন্ধ করে পুকুরটি রক্ষা দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার বেশ কিছু পুকুর ভরাট করা হয়েছে। যে কয়টি পুকুর অবশিষ্ট রয়েছে, সেগুলো দিনে দিনে ভরাট করা হচ্ছে। এর মধ্যে শত বছরের ঐতিহ্য আব্দুর রব চেয়ারম্যান বাড়ির পুকুরটির একটি অংশ বালু ফেলে ভরাট করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের মধ্যে নেতৃত্ব স্থানীয়দের বিরুদ্ধে পুলিশের কাছে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়। তারা বলেন, ‘আমরা চাই পুকুরটি দখলমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা যেনো গোসলসহ দৈনন্দিন কার্যক্রম করতে পারি, সে ব্যবস্থা করা হোক এবং আমাদের এই দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এ সময় তারা অবিলম্বে পুকুর ভরাটের সঙ্গে জড়িত কবিরুল ইসলাম বাপ্পীসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি এবং পুলিশের কাছে দেওয়া মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে মনোয়ার হোসেন রিমেল জানান, পুকুরটি রক্ষায় এলাকাবাসী পক্ষে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরে অভিযোগসহ উপজেলা প্রশাসন ও থানায় অবহিত করা হয়েছে। সংশি¬ষ্ট কর্তৃপক্ষ পুকুরটি পরিদর্শন করে ভরাট না করা এবং যতটুকু ভরাট করা হয়েছে, তা নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা দেন। এরপর ভরাট করা থেকে বিরত থাকে, কিন্তু বালু অপসারণ করা হয়নি। এখন আবার পুকুরটি ভরাটকরণের পাঁয়তারা করা হচ্ছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে কবিরুল ইসলাম বাপ্পী জানান, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনার পর পরবর্তীতে আর ভরাট করা হয়নি। আগে যতটুকু ভরাট করা হয়েছে, এখন ওই অবস্থাতেই আছে। পুরো পুকুর নয়, আমাদের অংশ ভরাটের অনুমতি চেয়ে পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।