রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

শিবগঞ্জ ও নাচোলে ২৭ হাজার কৃষক পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলার প্রায় ২৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার। ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসাড়ি ও অড়হর ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সারগুলো দেয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১২ হাজার ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, শিবগঞ্জ উপজেলায় মোট ১২ হাজার ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রবিশস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ১৮০ জন, গম ৭ হাজার ২০০ জন, ভুট্টা ৫০০ জন, চিনাবাদাম ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ১৮০ জন, খেসারি ৪৫০ জন এবং অড়হর ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১৪ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।
সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কর্মসূচির করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, গম বীজ ৭ হাজার, সরিষা বীজ ৭ হাজার, ভুট্টা বীজ ১০০ জন, মসুর বীজ ২২০, খেসাড়ি বীজ ১২০, পেঁয়াজ বীজ ৮০ জন, চিনাবাদাম ২০ ও অড়হর বীজ ২০ জন কৃষক এ সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com