বিডি ঢাকা ডেস্ক
ভোলার চরফ্যাশন উপজেলায। বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডের
বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো.লিটন (৪২) ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো.শিহাব (১৩)।
স্থানীয়ও পুলিশ সুত্রে জানান যায়, নিহত মোশারেফ হোসেন লিটন
বিকালে ঝড় বৃষ্টিসহ বজ্রপাতের সময় নিজ বসত বাড়িতে বাবা-
ছেলে মিলে নিজেরদের পালিত গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ
বজ্রপাতে রশ্নিতে তিনি সংঙ্গাহীন হয়ে যান। পরে তার সঙ্গে থাকা
বাবা নসু মেলেটারী তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার
পথে তার মৃত্যু হয়।
অপর দিকে চর ফকিরা গ্রামের মাইনউদ্দিন মৎস্যঘাটে ঝড় বৃষ্টির
সময় ১৩ বছর বয়সী শিশু শিহাব ওই খোলা নৌকার ছাওনিতে
আশ্রয় নেন। এসময় তিনি বজ্রপাতের দকলে গুরুতর আহত হন। খবর
পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পথেই
তার মৃত্যু হয়।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক
হাসান রাসেল স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।