বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

রাজশাহীতে লাইসেন্সবিহীন রিকশার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীতে লাইসেন্সবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১৫টি লাইসেন্সবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা আটক করা হয়।

ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন জানান, মহানগরীতে চলাচলকারী অটোরিকশা ও চার্জার রিকশার মালিক ও চালকদের দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের লাইসেন্স নবায়ন করতে হবে। যান চলাচল নির্বিঘ্ন রাখতে লাইসেন্সবিহীন যানবাহন চলাচল করতে পারবে না। যদি কোনো অবৈধ লাইসেন্সবিহীন অটোরিকশা বা চার্জার রিকশা চলাচল করতে দেখা যায়, তাহলে সেসব যানবাহন আটক করে ডাম্পিংসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯-এর ৯২(৩) ধারা অনুযায়ী ১৫টি মামলা দায়ের করে ১৫ জন মালিকের কাছ থেকে মোট ১,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। আটককৃত ১১টি চার্জার রিকশা ও ৪টি অটোরিকশা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

এই অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com