শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো রায়পুরা ফুল ম্যারাথন, অংশ নিয়েছে দেশ বিদেশের ৭শ দৌড়বিদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাংলাদেশ সহ ৭টি দেশের ৭শ দৌড়বিদদের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রায়পুরা ম্যারাথন-২০২৪’। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথভাবে আয়োজিত ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান। তিনটি ক্যাটাগরিতে বিভক্ত ম্যারথন দৌড় প্রতিযোগীতায় অংশ নেয় বিভিন্ন বয়সী নারী, পুরুষ দৌড়বিদরা। ৪২কি.মি. ফুল ম্যারাথন, ২১কি.মি হাফ ম্যারাথন ও ১০ কি.মি. মিনি ম্যারাথনে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দৌড়বিদরা দৌড়ে অংশ নেয়।
দৌড়ে অংশ নেওয়া ওয়াটসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, একজন রানার হিসেবে এটাই আমার প্রথম ম্যারাথনে অংশগ্রহন। ট্রেডমিলে দৌড়ানো আর রাস্তায় দৌড়ানো এক নয়। রাস্তায় দৌড়াতে হলে অনেক প্রেসার তৈরী হয়। ঘর থেকে বের হয়ে রাস্তায় দৌড়াতে হবে। মানুষের শরীরটাকে ঔষুধের ডাস্টবিন তৈরী না করে অন্তত এক ঘন্টা করে প্রতিদিন হাটা উচিত। আয়োজকরা বলছেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে এই ম্যারাথন। শরীর ও মন সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই বলেও জানান দৌড়বিদরা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে সক্ষম বলেও মনে করেন অনেকে।
ম্যারাথন দৌড়কে ঘীরে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরী করেছিলো নরসিংদী জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ রায়পুরা উপজেলা প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য ছাড়াও কাজ করেছে শতাধিক ভলান্টিয়ার। দৌড়বিদদের সেবায় নিয়োজিত ছিলো একটি অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম, ফিজিওথেরাপী টিম, সহ ফায়ার সার্ভিস সদস্যরা। ম্যারাথন দৌড় শেষে বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মাঠে প্রত্যেক ফিনিশার দৌড়বিদদের সম্মাননা স্মারক ম্যাডেল পড়ানো হয়। এবং তিনটি ক্যাটাগরীতে বিজয়ীদের পুরষ্কার হিসেবে প্রাইজ মানি তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, ওয়াটসন গ্রুপের পরিচালক ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নদী বাংলা গ্রুপের পরিচালক মঞ্জুর এলাহী, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার, রায়পুরা রানার্স কমিউনিটি রেস ডিরেক্টর সবুজ শিকদার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com