বিডি ঢাকা ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালে মাছের আড়তে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার সকালে মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান মাসুমসহ পুলিশের সদস্যরা।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও পুকুরে চাষ করা নিষিদ্ধ। মাছগুলো আমরা জব্দ করেছি। নিয়ম অনুযায়ী এগুলো মাটিতে পুঁতে রাখা হবে।
এটি দেখতে রূপচাঁদা মাছের মতো তাই এক শ্রেণীর মানুষ এটাকে রূপচাঁদা বলে বিক্রি করেন। এই মাছগুলো হোটেলে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।