মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

নাচোলে স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্য ক্যাম্প ও সমন্বয় সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৪ উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নেজামপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথে স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে গর্ভকালীন স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য ক্যাম্পে ব্লাড গ্রুপিং, গর্ভবতী নারীদের চেকআপ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আনোয়ারুল আজিম। এসময় তিনি বলেন, প্রতিটি কাজের পরিকল্পনা থাকা উচিত। বিশেষ করে পরিকল্পনা ছাড়া কোনো শিশুকে পৃথিবীতে আনা উচিৎ নয়। প্রত্যেক কিশোরীকে ভালোভাবে যতœ নিতে হবে।
তরকারিতে লবণ কম খাওয়া এবং বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে স্বাস্থ্যের ক্ষতি হয়। একটা বাচ্চা নেয়ার পর অন্তত একটা লম্বা সময় গ্যাপ রাখা দরকার। তিনি আরো বলেন, আঠারোর আগে বিয়ে নয়, বিশের আগে সন্তান নয়। আঠারো বছরের আগে বিয়ে ও গর্ভবতী হলে মা ও সন্তানের স্বাস্থ্যের ঝুঁকি অনেক থাকে। উপপরিচালক বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে মা, সন্তান কেউ যেন মারা না যায়, সেজন্য হাসপাতালে প্রসব করানো জরুরি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. নোশীন ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডা. নাঈমা আক্তার পাপিয়া, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান সম্পাদক আব্দুর রহমান মানিকসহ অন্যরা।
গর্ভবতীদের চেকআপ করেন প্রয়াস হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার। ব্লাড গ্রুপিং করেন ল্যাব টেকনোলজিস্ট নুর আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেবিনা খাতুন, বেরাফুল বেগম, গুলবাহার, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌস, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান, সদস্য নায়েমা খাতুন ও ঈশিতাসহ অন্যরা।
প্রসঙ্গত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কাজ করছে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহোযোগিতায় এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

পরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ নাচোল অফিসে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com