বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে নতুন রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়-হুজরাপুর সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিক হাসপাতলে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন- ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. শামসুল হক, মো. খায়রুল ইসলাম, আলহাজ মো. শুকুর উদ্দিন, ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মো. দুররুল হোদা, ডা. মো. নাইমুল হক, ডা. মাসুম উজ্জামান চৌধুরী, ডা. নাজমা সুলতানা লোপা, ডা. আসিয়া খাতুন, ডা. সাদিয়া শারমিন ও ডা. ইসরাত বিনতে মহিউদ্দীন।
কর্মসূচিতে অংশ নেন হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার।’
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নাচোল ডায়াবেটিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাচোল কেন্দ্রীয় ঈদগাহের বিপরীতে অফিসের সামনে থেকে জনসচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার। সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। স্বাগত বক্তব্য দেন ডায়াবেটিস সেন্টারের চিকিৎসক ডা. আব্দুর রব সিদ্দিক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল সরকারি কলেজের (সাবেক) অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল।
র্যালিতে ডায়াবেটিস সেন্টারের সদস্যগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।