বিডি ঢাকা ডেস্ক
সারাদেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণের উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ৩০ নভেম্বর বেলা ১১টায় জেলাশহরের শহীদ সাটু অডিটোরিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিষেয় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরুজ্জামান, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক আবু ফরহাদ আহমাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আবদুর রাহিম, মুখ্য সংগঠক মোতাসিন, মুখপাত্র রুমি খাতুন, সদস্য সচিব সাব্বির আহমেদসহ অন্যরা।
সভায় আগামী ৩০ নভেম্বর শনিবার বেলা ১১টায় শহীদ সাটু হলে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে চাঁপাইনবাবগঞ্জের ১২ জন আহত এবং একজন নিহত হন।