বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪ দিনব্যাপী অর্থনৈতিক শুমারির-২০২৪ এর মূল শুমারির গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বিআরডিবি’র সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান-আল- ইমরান।
‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’- এ স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে এই শুমারি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতার। সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর এই প্রশিক্ষণ শেষ হবে ৮ ডিসেম্বর। গণনাকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে কাজ শুরু করবেন ১০ ডিসেম্বর থেকে এবং চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
এই শুমারিতে উপজেলায় ১০ জন জোনাল অফিসার, ১০ জন আইটি সুপারভাইজার, ৬৮ জন সুপারভাইজার ও ৩৫৭ জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করবেন।