বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনমূলক যত্ন মডিউল-১ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. আবু মাসুদ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আখতার, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া।
বক্তারা বলেছেন, কোনো মা ও শিশু যেন অপুষ্টির শিকার না হয় সে বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে মায়েদের সচেতন করতে হবে। সেই সঙ্গে বাল্যবিয়ের কুফল সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে। কেউ যেন কন্যাসন্তানের বাল্যবিয়ে না দেয় সেজন্য প্রতিটি পরিবারকে সচেতন করতে হবে। ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধার কথা তুলে ধরতে হবে।
প্রশিক্ষণে ৫৮ জন পরিবার কল্যাণ সহকারী ও ৫৮ জন স্বাস্থ্য সহকারী প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করেছে।