বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ জন কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। নিহতরা হলেন- নাচোল উপজেলার খলসী গ্রামের মো. এজাবুলের ছেলে মো. মাসুদ (২০) ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৪)।
গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটের মাছ বিক্রির টিনশেডের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহতরা হলেন- খলসী গ্রামের জালালের ছেলে মো. সুমন (১৮), মো. আলমের ছেলে মো. রজব আলী ওরফে রনি (১৪), মো. রব্বানী ওরফে পাতুর ছেলে মো. আরমান (১৬) ও ফিরোজের ছেলে মো. ইমন (১৫)।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ব্রিফ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রায় ১৫ দিন আগে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী গ্রামের একটি পেয়ারা বাগানে স্থানীয় লেবার সরদার সালাম ও সাধারণ লেবার শাহীন পলিথিন (পিপি) বাঁধার কাজ করছিল। কাজ করাকালীন কোনো এক সময়ে শাহীন গোপনে লেবার সরদার সালামের প্রসাব করার ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি সালামের নজরে এলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল।
আবুল কালাম সাহিদ আরো বলেন- মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মল্লিকপুর গরুরহাটে মল্লিকপুর শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে আগে থেকেই শাহীন ও তার লোকজন ধারালো অস্ত্রসহ নিয়ে ওঁতপেতে ছিল। সেই অনুষ্ঠানে সালাম ও তার লোকজন গেলে শাহীন ও তার সাঙ্গপাঙ্গরা সালাম ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে ৬ জনকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করে। পথে আহত মাসুদ ও রায়হান মৃত্যুবরণ করে। আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপার মো. রেজাউল করিমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা এবং নাচোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নাচোল থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে মো. আজিজুল হক (৫২), মো. এজাবুলের ছেলে মো. তাসিম (৩২)কে গ্রেপ্তার করে। হত্যাকা-ে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।