বিডি ঢাকা ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযান চালিয়ে বনের ভেতর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বনের জায়গা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বাঁশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায় এ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন, বাঁশতৈল রেঞ্জের রেঞ্জার শাহিনুর রহমান, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
জানা গেছে, উপজেলার বাঁশতৈল, আজগানা, তরফপুর ও লতিফপুর এলাকায় বনাঞ্চল রয়েছে। এসব এলাকার বনের ভেতর দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে উঠা এবং জায়গা দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী মহল। বিষয়টি নজরে আসার পর আমলে নেয় বন বিভাগ।
বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন, বন বিভাগ, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলে বাঁশতৈল রেঞ্জের বেলতৈল এলাকায়। অভিযানে ওই এলাকার বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা ৬ টি বাড়ির ৯টি ঘর উচ্ছেদ করা হয় এবং অবৈধ দখলকৃত বনের এক একর জায়গা উদ্ধার করা হয়। প্রায় ১ একর জমি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এধরনের অভিযান অব্যাহত থাকবে।