বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবির কার্যালয়, শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে সিসিডিবি-এমএফপির উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জেলা শহরের স্বরূপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০০ জন অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জেন শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌর মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালযে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে সংগঠনের দুস্থ সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।
এ সময় সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর হোসেন, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্য সদস্য্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ ৮০ জন নারী-পুরুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়।
মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য আবু তালেব, সনজিত কুমার, সদস্য সেলিম, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সবুজ, ইলিয়াস হোসেন টুটুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com