বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলায় যে সকল এনজিও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে তাদের তালিকা তৈরি করার জন্য ৫ সদস্যের উপকমিটি গঠন করার নির্দেশনা দেন জেলা প্রশাসক। উপকমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সহকারী কমিশনার অনুজ চন্দ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল হক বাবু, এডাবের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা।
সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলায় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওগুলোর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।