বিডি ঢাকা ডেস্ক
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই দিনব্যাপী কৃষক-কৃষণীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদী ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রয়েলসহ অন্যরা।
প্রশিক্ষণে মসলা জাতীয় মরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, আদা, জিরা ও ক্যাপ্সিকাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক আলোকপাত করা হয়। উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেয়।