নাটোরের লালপুর উপজেলার বাওড়া ভাঙ্গাপাড়া গ্রামে প্রায়োগিক মাঠ পরীক্ষণের মাধ্যমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বপ্ল জীবনকালিন ছোলার জাত সমূহের প্রচার ও সম্প্রসারণে’র লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলস্ এলাকার কৃষক আ: সালামের বাওড়া ভাঙ্গাপাড়া মাঠে রোপনকৃত আখ চাষের সাথে সাথী ফসল হিসেবে বিনা কালো জিরা ও পেঁয়াজ সহ ছোলার জমি পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিনা’র মহা পরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প’র উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ ইমন, ঈশ্বরদী বিনা উপকেন্দ্র পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপক (কৃষি) মো: আহাসাব উদ্দিন, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, কৃষক আ: সালাম প্রমুখ।
পরিদর্শন শেষে মাঠ দিবসের আলোচনা সভা হয়। এসময় স্থানীয় কৃষক ও কৃষাণি অংশগ্রহণ করেন।