বিডি ঢাকা ডেস্ক
বিশ্ব ইজতেমার এবারের আসরে ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে ৬৩টি যুগলের বিয়ে সম্পন্ন হয়েছে, যেখানে কোনো ধরনের যৌতুক গ্রহণ বা প্রদান করা হয়নি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে আসরের নামাজের পর মূল বয়ান মঞ্চে এই বিবাহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান সাহেব।
বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে ইজতেমায় উপস্থিত মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়, যা ওয়ালিমার প্রতীক হিসেবে গণ্য করা হয়।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌতুকবিহীন এই আয়োজন ইসলামী মূল্যবোধের প্রচার এবং সমাজে সুস্থ ও সহজ বিয়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।