বিডি ঢাকা ডেস্ক
রাজশাহী মহানগরীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সমাবেশে পুলিশ অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অভিভাবক সমাবেশে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভ‚মিকা তুলে ধরেন। এছাড়া সন্তানরা কোথায় যায়, কি করে সেদিকে নজর রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করি একটি নিরাপদ ও শান্তিপ‚র্ণ সমাজ গড়ে তুলতে, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদে বড় হতে পারে। মাদক, সাইবার অপরাধ ও অন্যান্য সামাজিক সমস্যাগুলো থেকে তাদের দ‚রে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, আকর্ষণীয় শ্রেণী কার্যক্রম, মাল্টিমিডিয়া ফেসিলিটিজ,শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, উন্নত নৈতিক চরিত্র ও সার্বিক শৃঙ্খলা রক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী-বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন যা শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে।
এর আগে পুলিশ কমিশনার রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।
অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন মোঃ সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ নাসির উদ্দিন যুবায়ের, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমÐলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।