বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ভারতে অনুপ্রবেশের পর আটক করে বিএসএফ তাকে নির্যাতন করে হত্যা করেছে। তবে বিজিবি এখনো এ বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুল মাঠ এলাকার বাসিন্দা সেতাউর রহমানের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম জানান, ‘রাত সাড়ে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার পাশ দিয়ে কয়েকজন ব্যক্তিসহ বারিকুল ভারতে অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালানোর এক পর্যায়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে এবং তার শরীরে আঘাতে চিহ্ন আছে বলে পরিবার জানিয়েছে।
তবে নিহতের ছোট ভাই সুমন আলী দাবি, তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে ভারতের স্বজনদের মাধ্যমে জানতে পারেন ভাইয়ের মরদেহ ভারতের মহিষালবাড়ি হাসপাতালে রাখা আছে।
এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ্জ জামান জানান, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই।