বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৬টি প্রকল্পের প্রস্তাব করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
প্রস্তাবিত ৬টি প্রকল্পের মধ্যে রয়েছে- ১ হাজার ৭৬৯ কোটি টাকা ব্যয়ে সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর উভয় তীর রক্ষা প্রকল্প; ৩৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরা, নয়াগোলা থেকে মহাডাঙ্গা পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে পানিসম্পদ ব্যবস্থাপনা; ৫০ কোটি টাকা ব্যয়ে সদর ও শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীর সেচ প্রকল্প; ৪০০ কোটি টাকা ব্যয়ে সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীর পানি ব্যবহার করে সেচ সম্প্রসারণ প্রকল্প; ৬০০ কোটি টাকা ব্যয়ে সদর, শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় মহানন্দা নদীর ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প; প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গোমস্তাপুর উপজেলায় পূনর্ভবা নদী ভাঙন থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প।
বৃহস্পতিবার সকালে প্রস্তাবিত এসব প্রকল্পের অগ্রাধিকার নিশ্চিত করার লক্ষে গণশুনানির আয়োজন করা হয়। জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় পানি উন্নয়ন বোর্ড চত্বরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সবেচেয় বেশি সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর উভয় তীর রক্ষা প্রকল্পটি অগ্রাধিকার পায়।
গণশুনানিতে সভাপিতত্ব করেন- চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব বলেন- প্রতিবছর নদী ভাঙনের শিকার হয় বহু মানুষ। ফলে ভিটেমাটিসহ আবাদি জমি হারাতে হয় পদ্মা তীরবর্তী মানুষকে। যে কারণে পদ্মা নদীর ভাঙন রোধ করা আমাদের খুবই জরুরি। প্রকল্পটি নিয়ে আমরা কাজ করব।
গণশুনানিতে উপস্থিত ছিলেন- ৫৩ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তায়েফ উল্লাহ হুজাইফ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আলী কাওছার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আব্দুর রাহিম ও সদস্য সচিব সাব্বির হোসেনসহ অন্যরা।