রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০ কোটি টাকার প্রকল্পে অনিয়ম! নির্মাণকাজ শেষ হতেই পুকুরে ধসে পড়লো সড়ক ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট কারাগারে পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগন্জের বরেন্দ্র অঞ্চলে কৃষি ক্ষেত্রে অভুতপুর্ব সাফল্যের রোল মডেল কৃষিবিদ তানভীর আহমেদ সরকার বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত অন্তত ৬৩ দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে ভোলাহাটে প্রকৃত ভিডব্লিউবি উপকারভোগীদের তালিকা প্রকাশ শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সিরাজগঞ্জে যমুনায় ভাঙন: নদীগর্ভে ফসলি জমি, বাড়িঘর বিলীন

সয়াবিনে সুখবর নেই, পেঁয়াজ চাল মুরগির দাম বেড়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

সয়াবিন তেলের বাজারে এখনো অস্থিরতা কাটেনি। সরবরাহ না বাড়ায় ভোক্তারা চাহিদামতো বোতলজাত সয়াবিন পাচ্ছেন না। এর মধ্যে ভোক্তাদের জন্য দুঃসংবাদ হলো :সরু চাল নাজিরশাইল/মিনিকেটের দাম বেড়েছে। দাম বাড়ার এ তালিকায় আরও রয়েছে ছোলা, আমদানিকৃত পেঁয়াজ ও ব্রয়লার মুরগি।

বৃহস্পতিবার পবিত্র শবেবরাতের আগের দিন রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। খুচরা ব্যবসায়ীরা বলেছেন, মোকামে চালের দর বেড়েছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে দেশে চাহিদার তুলনায় ছোলার পর্যাপ্ত মজুত থাকার পরও কেন দাম বাড়ছে, এর কোনো উত্তর দিতে পারেননি তারা। এদিকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, সপ্তাহ খানেকের মধ্যে সয়াবিনের সরবরাহের ঘাটতি দূর হবে।

গতকাল রাজধানীর খুচরা বাজারে সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭২ থেকে ৮৪ টাকা কেজিতে বিক্রি হয়, যা এক দিন আগেও ৭০ থেকে ৮৪ টাকায় পাওয়া গেছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের প্রতিবেদনে সরু চালের দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। অবশ্য সংস্থাটি বলেছে, সরু চালের দাম বাড়ালেও এই সময়ে মোটা চাল ইরি/স্বর্ণার দাম কেজিতে ২ টাকা কমেছে। রাজধানীর তুরাগ এলাকার নতুন বাজারের একটি ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন বলেন, ভোক্তাদের মধ্যে সরু চাল খাওয়ার প্রবণতা বেড়েছে। ফলে কয়েক বছর আগের তুলনায় এখন সরু চালের চাহিদা সবসময় বেশি থাকে। যার প্রভাব পড়ে পণ্যটির দামের ওপর। চালের পাশাপাশি ছোলা ও আমদানিকৃত পেঁয়াজের দামও বেড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ছোলা মানভেদে১১০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। যা আগের দিনের তুলনায় কেজিতে তিন টাকা বেশি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, ছোলার দাম বাড়ার কোনো কারণ নেই। প্রতি বছর দেশে ছোলার চাহিদা ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টন। এর মধ্যে রমজানে ছোলার চাহিদা থাকে ১ লাখ টন। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৪৮ হাজার ৯৮০ টন ছোলা আমদানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ১৭ হাজার ৪৪৬ টন ছোলা। এছাড়া চলতি বছর আরও ১ লাখ ৮৯ হাজার ৯১৯ টন ছোলা আমদানির জন্য এলসি খোলা হয়েছে। পাইপলাইনে আছে আরও ১ লাখ ৫৪ হাজার ১৯১ টন ছোলা। ফলে ছোলা নিয়ে কোনো ধরনের সংকট হওয়ার কথা নয়। দুই দিনের ব্যবধানে দাম বেড়েছে আমদানিকৃত পেঁয়াজের। কেজিতে ১০ টাকা বেড়ে তা ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শবে বরাতের আগে বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। টিসিবি জানিয়েছে, কেজিতে ১০ টাকা বেড়ে রাজধানীর খুচরা বাজারে তা ১৯০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com