বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণের আগে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
প্রতিযোগিতার ক্রিকেট খেলায় রহনপুর পৌরসভা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ দল। ব্যাডমিন্টনে রাধানগর ইউনিয়ন চ্যাম্পিয়ন ও রহনপুর পৌরসভা রানার্সআপ হয়েছে। এছাড়া ফুটবল খেলায় চৌডালা ইউনিয়ন ১-০ গোলে রহনপুর ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।