বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ৫২, ৭১ ও ২৪ এর শহীদদের স্মরণ করা হয়েছে। সেই সঙ্গে সর্বস্তরে প্রমিত বাংলার চর্চা, বাংলা ভাষাকে প্রযুক্তির কাছাকাছি নিয়ে আসা, বাংলা ভাষাতেই সকল কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়। আহ্বান জানানো হয় বৈষম্য বিরোধী একটি শান্তিপূর্ণ, সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে সবাইকে এক সাথে কাজ করার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে জেলা ও উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি দপ্তর, পৌরসভা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ,পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।