বিডি ঢাকা ডেস্ক
উপজেলায় টঙ্গীর বিলে স্থায়ী মৎস অভয়াশ্রম দখলে নিয়ে পুকুর খনন করছেন আওয়ামী লীগ নেতা একেএম মোফাজ্জল হোসেন কাইয়ুম। তিনি আচারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও। গত এক সপ্তাহ ধরে ভেকু দিয়ে প্রকাশ্যে এ ঘটনা ঘটালেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। খননের সময় সরকারি সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে।
এই বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা শাহানা নাজনীন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দাইল সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলে আচারগাঁও ইউনিয়নের টঙ্গীর বিলটি অবস্থিত। সেখানে সরকারি খাস জায়গায় ২০১৫-১৬ অর্থ বছরে ২ লাখ টাকা ব্যয় করে এডিপি’র আওতায় স্থাপন করা হয়েছে মৎস অভয়াশ্রম। প্রতি বছর এই স্থানে মৎস অবমুক্ত করা হয়। সেই সাথে সর্বশেষ ২০২৪-২৫ অর্থ বছরেও অভয়াশ্রমটি কয়েক লাখ টাকা খরচে মেরামত করা হয়।
স্থানীয়রা জানায়, মৎস অভয়াশ্রমে স্থায়ীভাবে দুইটি সাইনবোর্ড ছিল। বিশাল আকারের এই মৎস অভয়শ্রমের চারদিকে লাল নিশানও টানানো থাকে। এলাকার সর্বত্রই স্বীকৃত এখানে সরকারি মৎস অভয়াশ্রম। পুকুর খননের কারণে সাইনবোর্ডগুলো গুড়িয়ে ফেলা হয়েছে। আর পাশেই আওয়ামলীগ নেতা কাইয়ুমের বেশ কয়েকটি ফিসারি রয়েছে। ভেকু দিয়ে গত এক সপ্তাহ ধরে কাটা হচ্ছে বিশাল পুকুর। এভাবেই দখলে নেওয়া হচ্ছে সরকারি মৎস অভয়াশ্রমও।
এই বিষয়ে জানতে কাইয়ুমের মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়। বাড়ির লোকজন জানিয়েছে, কাইয়ুম কিশোরগঞ্জ শহরে অবস্থান করছেন। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানান, লিখিত অভিযোগ পেয়ে নান্দাইল থানাকে নির্দেশ দেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য।