শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

যে কারণে আফগানিস্তান কৃত্রিম নদী বানাচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

আফগানিস্তানে তালেবানরা কৌশ টেপা খাল নির্মাণ করছে, যা এশিয়ার মরুভূমির সর্ববৃহৎ কৃত্রিম নদী হবে। এই খালটির দৈর্ঘ্য হবে ২৮৫ কিলোমিটার, প্রস্থ প্রায় ১০০ মিটার এবং এর মূল্য হবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পটি আমু দারিয়া নদী থেকে ২০% পানি উত্তোলন করে আফগানিস্তানের উত্তরাঞ্চলের শুষ্ক সমভূমিতে পৌঁছাবে। খালটি স্থানীয় মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে, যারা খাদ্য সংকট, ৪০ বছরের যুদ্ধ, টানা তিন বছরের তীব্র খরা এবং জলবায়ু পরিবর্তনের কারণে দুর্ভোগে রয়েছে। খালটি সম্পূর্ণ হলে ৫৫০,০০০ হেক্টর মরুভূমিকে সেচ দেওয়া সম্ভব হবে, যা আফগানিস্তানের চাষযোগ্য জমি ১/৩ বৃদ্ধি করবে এবং ১৯৮০ সালের পর প্রথমবারের মতো দেশটি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে।

খালটির নির্মাণকে কেন্দ্র করে উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ তারা বলছে যে আমু দারিয়ার সীমিত প্রবাহ তাদের তুলা ক্ষেতগুলোর উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ২০১৯ সালে, ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট তুর্কমেনিস্তানকে পৃথিবীর ১৭টি দেশগুলির মধ্যে “অত্যন্ত উচ্চ” পানির সংকটপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল। উজবেকিস্তান এবং আফগানিস্তানও পরবর্তী শীর্ষ ক্যাটাগরিতে ছিল। মধ্য এশিয়া পর্বত থেকে প্রবাহিত নদীগুলির ওপর নির্ভরশীল, যেখানে জলবায়ু পরিবর্তন গ্লেসিয়ার সম্পদ সংকুচিত করছে।

মিশরও তার দেশটির পশ্চিমাঞ্চলে, এল দাবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে, বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম নদী তৈরি করছে এবং “নিউ ডেল্টা” প্রকল্পের অংশ হিসেবে প্রায় এক মিলিয়ন অতিরিক্ত হেক্টর জমি চাষযোগ্য করার জন্য মরুভূমি খনন করছে। তিনটি সেচ খাল ডিজাইন করা হয়েছে মরুভূমি এলাকাগুলিতে পানি পরিবহনের জন্য, যেগুলি নাইল নদীর স্তরের চেয়ে ১০০ মিটার উঁচু। মোট খালগুলির দৈর্ঘ্য হবে ২২০ কিলোমিটার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com