পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ মার্চ) স্থানীয় সময় সকালে প্রদেশটির খুজদার জেলার একটি বাজারের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বোমাটি একটি মোটরসাইকেলে ফিট করা হয়েছিল; আর সেই মোটরসাইকেলটি রাখা হয়েছিল একটি জনসমাগমপূর্ণ স্থানে। বোমা বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। বিস্ফোরণের পর এই এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
জেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিক সাসোলি জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হাসপাতালের মর্গে পাঁচটি মরদেহ রয়েছে বলে তিনি জানান।
বেলুচিস্তানের প্রধানমন্ত্রী মির সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সন্ত্রাসবাদকে সমূলে উচ্ছেদ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খুজদারে হামলাকারীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং যারা শান্তি নষ্ট করতে চায়, তাদের সমস্ত অশুভ পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হবে।’
এর আগে মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমে একটি নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সাতটি শিশু।
একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বান্নু এলাকায় রমজান মাসের ইফতারের পরপরই ঘটনাটি ঘটেছে। এ সময় নিরাপত্তা স্থাপনার পাশের একটি মসজিদের ছাদে বিস্ফোরণটি ঘটে।