সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরী হৃদ রোগে আক্রান্ত হয়ে আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দৈনিক ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ সাব এডিটরস কাউন্সিল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম, নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকার স্থায়ী সদস্য ছিলেন। রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র (আরডিজেএ) সহ-সভাপতি ও আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশ সাব এডিটর কাউন্সিলের নির্বাচনে সভাপতি প্রার্থী । আজ শুক্রবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে তার ছোট ভাই মালিবাগ খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম নামাজে জানাজা বাসস্থান খিলগাঁও তীলপা পাড়া জামে মসজিদে বাদ জুমআ অনুষ্ঠিত হয়।এরপর তাঁর কর্মস্থল দৈনিক ভোরের কাগজে, জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি নীলফামারীতে তাকে নেয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের জানাজার আগে প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও পরিবারের পক্ষে সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদ বক্তব্য রাখেন। আগামীকাল নীলফামারীর ডোমারে সকাল সাড়ে নয় টায় জানাজার পর তাঁর গ্রামের বাড়ি জলঢাকা থানার ধর্মপাল গ্রামে জানাজা শেষে চৌধুরীপাড়া পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক সাবান মাহমুদ, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি এম মোদাব্বের হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নীলফামারী সাংবাদিক ফোরামের সভাপতি ম আ কুদ্দুস, সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন। বিবৃতিতে বলা হয়, হিলালী ওয়াদুদ চৌধুরী ভদ্র, নম্র ও অনুসরণীয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তার সাংবাদিকতা ও সাংগঠনিক দক্ষতা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে অসামান্য ক্ষতি হল।