সোমবার, ১০ মার্চ ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

নারীদের ন্যায্য অধিকার দিতে হবে : নারী দিবসের আলোচনায় জেলা প্রশাসক আব্দুস সামাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো রেজাউল করিম।
সূচনা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাইকী ওদুদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকিয়া সুলতানা, জেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম খানশুর, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, ছাত্র নেতা আবদুর রাহিমসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন-আমরা নারীদের জন্য সমানভাবে কাজের ও শিক্ষার পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করতে পারিনি। সেখানে তাদেরকে সমতা দিলে চলবে না, তাদেরকে ন্যায্যতা দিয়ে উঠিয়ে আনতে হবে। তিনি বলেন-নারীরা চান তাদের কাজের স্বীকৃতি, আমরা যারা পরিবারে পূরুষ আছি তারা নারীদের সম্মান করব, তাদের কাজের স্বীকৃতি দিব। একজন কর্মজীবী নারী ঘুম থেকে উঠে রান্না করবেন, সকলকে খাওয়াবেন, সন্তানের যতœ নিবেন, স্কুলে দেয়ার জন্য প্রস্তুত করবেন, তার পর স্বামীকে অফিস যাবার জন্য প্রস্তুত করে দিবেন, তারপর তিনি অফিসে যাবেন। অফিস থেকে ফিরে এসে আবার সংসারের সব কাজ তাকেই করতে হয়। অথচ আমরা তাকে কতটুকু মর্যাদা দিই। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। নারীদের সুযোগ দিতে হবে। সৃষ্টিশীল কাজ নারীরাই বেশী করেন। সব ক্ষেত্রে নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারীদের সাহসী অংশগ্রহণের কথা তুলে ধরেন।
পুলিশ সুপার মো. রেজাউল করিম তাঁর বক্তব্যে নারীদের জন্য শুধু সেলাই মেশিন প্রশিক্ষণ নয়-তাদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর কাজ দেয়ার আহ্বান জানান।
সনাক :
“নতুন বাংলাদেশ” : চাই নারীর সমঅধিকার ও মর্যাদা এই প্রতিপাদ্যে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ। দিবসটি উপলক্ষে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), গোবরাতলা’র সহযোগিতায় সকাল সাড়ে ১০টায় গোবরাতলা ইউনিয়নের অরুণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সনাক সহ-সভাপতি আসরাফুল আম্বিয়া সাগরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য নাজনীন নাহার।
সভায় সূচনা বক্তব্য দেন সনাকের জেন্ডার বিষয়ক উপকমিটির আহ্বায়ক এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরজন বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক ও এসিজি সদস্য হাবিবুর রহমান, গোবরাতলা এসিজি’র সমন্বয়ক আবু সুফিয়ান, মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এসিজি সদস্য হোসনেয়ারা খাতুন, এসিজি সদস্য গীতা রাণী চৌধুরী।
আলোচনা সভায় টিআইবি’র দাবিসমূহ তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে, বৈষম্যবিরোধী আন্দোলন ও “নতুন বাংলাদেশ” এর মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিকূলতা দূরীভূত করতে সকল অংশীজনের সক্রিয় ভূমিকা পালন করতে হবে; টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট-৫ ও ১৬ কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি নিয়ন্ত্রণসহ আইনের শাসন নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও নানা অজুহাতে যত্রতত্র হেনস্থা রোধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে; নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকেÑ বিশেষ করে প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার, জবাবদিহিতা ও সার্বিক সুশাসন নিশ্চিত করতে হবে; জেন্ডার সমতা অর্জনের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অভিগম্যতা নিশ্চিত, ইন্টারনেট ও প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ডিভাইস সুলভ করা এবং বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনলাইনে সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিসহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করা ইত্যাদি।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, সনাক, ইয়েস সদস্য, এসিজি সদস্য, টিআইবি কর্মকর্তা ২১০ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি অফিসার মো. নয়ন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. শাহিন আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, ব্র্যাকের হেল্থ ও আইডিপি প্রকল্পের ফিল্ড অফিসার সোহেল রানা, ডাসকো’র অগ্রযাত্রা প্রকল্পের ফাইন্যান্স অফিসার জাহিদুল ইসলাম ও যুক্ত প্রকল্পের মাঠকর্মী ফেরদৌসী খাতুন। আন্তর্জাতিক নারী দিবসে সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধীত মহিলা সমিতির সদস্য, কিশোর-কিশোরী ক্লাব ও বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা ব্র্যাক ও ডাসকো’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
গোমন্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে উপজেলা প্রাশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাহানারা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী মুক্তারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের অ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা। এছাড়া ব্র্যাক বিডিবি ও ডাসকো ফাউন্ডেশন দিবসটি উদযাপন করে।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com