বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
সভা সঞ্চালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর আল মনসুর শোয়াইব। তিনি জানান প্রতিদিনই টাস্কফোর্সের অভিযান চলছে। অভিযান চালানোর ফলে জেলাশহরের শান্তিমোড় এলাকার রেস্টুরেন্টগুলোর উন্নতি হলেও বিশ্বরোড মোড়ের দোকানগুলোর এখনো উন্নতি হয়নি। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সভায় নিত্যপণ্যের মূল্য সম্পর্কিত তথ্য তুলে ধরেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোমিনুল হক। তিনি জানান, দেশের অন্য জেলার তুলনায় চাঁপাইনবাবগঞ্জের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কম এবং সহনীয় পর্যায়ে আছে।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ফজলে এলাহি তার বক্তব্যে জানান, তিনি এই জেলায় অতিরিক্ত দায়িত্ব পালনকালে ইতোমধ্যে গোমস্তাপুর ও শিবগঞ্জে বাজার তদারকি করেছেন।
অন্যদের মধ্যে আলোচনা করেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, জেলা মৎস্য সমিতির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে থাকার জন্য জেলার ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।