বিডি ঢাকা ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে ২ হাজার ৪০০ জন দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে ১৫০০ টাকা করে যাকাতের টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যাণপুরে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান মো. এরফান আলীর বাসভবনের পেছনে যাকাতের এসব টাকা বিতরণ করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
বিতরণকালে উপস্থিত ছিলেন- এরফান গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর মো. কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার আলহাজ মো. সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন, একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম, কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লা বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
যাকাত বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের টিম সহায়তা করে।