মোহনপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪৫৮০ (চার হাজার পাঁচশত আশি) জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল এবং উফশী আউশ ধানের আবাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সেই লক্ষ্যে বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আয়শা সিদ্দিকা।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা এম. এ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বেনজির আহমেদ উপজেলা খাদ্য কর্মকর্তা নুরন্নবি যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা প্রৌকশলী তারিকুল ইসলাম-সহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৪৫৮০ (চার হাজার পাঁচশত আশি) জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৪৫০০ কৃষককে উফশী আউশ ধান, ৫০ কৃষককে তিল এবং ৩০ কৃষককে মুগে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রতি ১ বিঘা জমি আবাদের জন্য ফসলওয়ারী প্রত্যেক কৃষককে আউশ ধানের ৫ কেজি বীজের সঙ্গে ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে। তিলের এক কেজি বীজ ও মুগের ৫ কেজি বীজ বিতরণ করা হয়েছে। তিল ও মুগের ক্ষেত্রে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।