বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীতে নানা আয়োজনে প্রাণবন্তভাবে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় উৎসবমুখরতা। পদ্মা নদীর পাড়ে রবীন্দ্র-নজরুল মঞ্চে দিনটির সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকাল সাড়ে ছয়টায় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদের আয়োজনে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লালনগীতি ও বাঙালির ঐতিহ্যবাহী নৃত্য ও গান।
জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সিএন্ডবির মোড় থেকে সকাল সাড়ে সাতটায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যা গিয়ে মিলিত হয় শিশু একাডেমিতে। ঐতিহ্যবাহী পোশাকে জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারা র্যালিতে অংশ নেন।
সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় আরও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউটসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
দিনের সবচেয়ে বড় আয়োজন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রা। সকাল ১১টায় শুরু হওয়া এই র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে চারুকলা প্রাঙ্গণে ফিরে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
নববর্ষ উপলক্ষে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বৈচিত্র্যময় মেলা, পিঠা উৎসব, লোকজ খেলা ও সঙ্গীতানুষ্ঠান। শিশু একাডেমিতে শিশুদের জন্য অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা।
এছাড়াও কারাগার, হাসপাতাল ও শিশু সদনে পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।