বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নর্দার্ন ইলেকট্রসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র অব্যবস্থাপনার অভিযোগে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাচোল ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম। বক্তব্য দেন— নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, নাচোল শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আসগার আলী, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সহসভাপতি হাসানুল হক বেনজির, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুল হক ও ছাত্রনেতা আসগার আলী রোমিও।
বক্তারা অভিযোগ করেন, গোমস্তাপুর বিদ্যুৎ স্টেশনের বেশিরভাগ সময় লোডশেডিংয়ের কারণে নাচোলে নেসকোর গ্রাহকদের দুর্ভোগের শিকার হতে হয়।
নাচোল সাব-স্টেশনের কার্যক্রম দ্রুত চালুর জন্য মানববন্ধনে নেসকোর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ করেন বক্তারা।
বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে নাচোল ৩৩/১১ কেভি গ্রিডের বিদ্যুৎ সাব-স্টেশনের কার্যক্রম দ্রুত চালু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে ডেভেলপমেন্ট সোসাইটির একটি টিম নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও গোমস্তাপুর প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ বিষয়ে নেসকোর গোমস্তাপুর বিদ্যুৎ স্টেশনের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার বলেন, নাচোল বিদ্যুৎ সাব-স্টেশনটি পূর্ণাঙ্গরুপে চালু করতে হলে ২.৫ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। লোকবল ৩ জনের স্থলে ১ জন আছে, আরো ২ জন হলে স্টেশনটি চালু করা সম্ভব হবে। লোকবল পূরনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট চাহিদা পাঠানো হয়েছে। শিগগিরই সাব-স্টেশনের কার্যক্রম চালুর আশ্বাস দেন তিনি।