বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

আজ দেশজুড়ে কোন কোন জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির বার্তা দিল আবহাওয়া অফিস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও অফিসগামী মানুষ।

বুধবার (১৪ আগস্ট) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি বিভাগে আজ টানা দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হতে পারে। সকাল থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিমাঞ্চলে সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে, আর সুনামগঞ্জ ও সিলেটে সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকার দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জেলা যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর ও ফরিদপুরেও সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষাকৃত ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com