বিডি ঢাকা ডেস্ক
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর কেশরহাট পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কেশরহাট পৌর এলাকার রায়ঘাটি জামেআ কোরআনিয়া দারুল উলুম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মোঃ আব্দুল গফুর। বর্তমানে অ্যাড. শফিকুল হক মিলন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। এসময় তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সদস্য সচিব নিজামুল হক নিজাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন বাদশা, কেশরহাট পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক মাফিজুল ইসলাম মাফি, সদস্য মোস্তাফিজুর রহমান খালেদ, ২নং ওয়ার্ড সভাপতি মামুনুর রশীদ, সাবেক সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।