বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ত্রাণসামগ্রী বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশীদ হারুন।
এসময় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।