বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অুনষ্ঠিত হচ্ছে। তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয় পেয়েছে শিবগঞ্জ উপজেলা দল। শুক্রবার নতুন স্টেডিয়ামে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা দলের মধ্যে খেলা অুনষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় টাইব্রেকারে গড়া খেলা। টাইব্রেকারে ৪—২ গোলে ভোলাহাট উপজেলা দলকে হারিয়ে জায় পায় শিবগঞ্জ উপজেলা দল।
এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।