বিডি ঢাকা ডেস্ক
‘হাত ধোয়ার নায়ক হোন’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শিক্ষার্থীদের হাত ধোয়া শেখানো ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। মুখ্য আলোচক ছিলেন জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের হাত ধোয়া পদ্ধতি শেখান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মাহবুব আলম।
পর উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা মিনি কনফারেন্স রুমে হাত ধোয়ার ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, ডা. আতিক মাহমুদ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, পরিসংখ্যান কর্মকর্তা আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।