বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (নতুন) সংলগ্ন সুইমিংপুলে সকাল ৯টায় এই প্রতিযোগিতা শুরু হয়।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতায় সদর উপজেলার প্রায় ৭০ জন সাঁতারু অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সাঁতার ফেডারেশনের কাউন্সিলর মো. খালেকুজ্জামান। এ সময় অ্যাডহক কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।