শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

লালনের দর্শন বর্তমান প্রেক্ষাপটেও যুগোপযোগী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, লালন সাঁইয়ের মূল দর্শন ছিল মানুষ ভজন। মানবতার ধর্মই প্রচার করে গিয়েছেন লালন। আজ থেকে শতবছর পূর্বেও তার যে বাণী, তার যে দর্শন বর্তমান প্রেক্ষাপটেও আরো বেশি যুগোপযোগী এবং আরো বেশি প্রয়োজন।
শুক্রবার লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
জেলা প্রশাসক আরো বলেন—আমাদের ভোগবাদী সমাজ ব্যবস্থায় বর্তমানে যে অস্থিরতা তা দূরীকরণে লালনের দর্শন আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন—লালনের মানবতাবোধের দর্শন ও মানব ধর্ম নিয়ে দেশে বিদেশে গবেষণা হয়েছে এবং এখনও হচ্ছে, এটিকে আরো সম্প্রসারণ করা দরকার, আরো ছড়িয়ে দেয়া প্রয়োজন। শুধু কুষ্টিয়া ও ইসলামিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সীমাবদ্ধ না রেখে আমরা যেন তার দর্শনকে দেশব্যাপী, বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি সেই কাজটি করতে হবে।
মো. আব্দুস সামাদ বলেন— আমরা পুরান ঢাকাতে পাথর দিয়ে পিটিয়ে মানষ হত্যা করতে দেখেছি, হত্যা একটি জঘন্য ও নিন্দনীয় কাজ, কিন্তু যে বিষয়টি আমাদের খুব আতঙ্কিত করে তোলে সেটি হলো যে সময় হত্যাকাণ্ডটি ঘটছিল, সেময় সেখানে অনেক লোক ছিলেন, কিন্তু কেউ বাধা দিতে এগিয়ে না এসে ভিডিও ধারন করছিলেন। এটি আসলে সমাজের নৈতিক অবক্ষয়ের চরম পর্যায়।
জেলা প্রশাসক বলেন— আমাকে মাঝে মাঝে ব্যথিত করে। কদিন আগে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজন খুন হয়েছে। সেখানে আমাদের পুলিশ বাহিনী তৎপর আছে, ইতোমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা সক্রিয় আছে। কিন্তু এরকম হানাহানী আমাদের কাম্য নয়। আমরা যদি মানুষকে লালনের আদর্শে উদ্বুদ্ধ করতে পারতাম, তাহলে সমাজে এই হানাহানী, এই ভেদাভেদ থাকতনা।
তিনি বেলন— একবিংশ শতাব্দিতে লালনকে আমরা যত বেশি প্রচার করতে পারব, ততবেশি সমাজ উপকৃত হবে। লালনের বাণী সবখানে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার।
সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। সূচনা বক্তব্য দেন— শিল্পকলা অ্যাকাডেমির জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com