বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে ধর্ম মন্ত্রণালয়ে পদায়ন হওয়ায় তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
রবিবার সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও বিকেলে জেলা পরিষদের পক্ষ থেকে এই সংবর্ধনা দেয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপপরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহা. ইসাহাক আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জুলাইযোদ্ধা আব্দুর রহিমসহ অন্যরা বক্তব্য দেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ বিকেলে তাদের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে। এতে বক্তব্য দেন
— জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক কামাল উদ্দিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ।
এসময় জেলা পরিষদের বর্তমান কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের গত এক বছরের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।