বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগরে আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাধানগর ইউনিয়নের বিভিষণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
১৬ বিজিবির বিভিষণ বিওপি এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন— নিয়মিত রুটিন ওয়ার্কের অংশ হিসেবে সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়।