ফাহিম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে-১৯/০১/২০২১খ্রি. মঙ্গলবার। আজ সকাল ১০ঃ৩০ মিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ্যাডঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মোহাঃ মামুন অর রশিদ, সহ-সভাপতি তোহিদুল আলম টিয়া,মনিরুল ইসলাম আপেল,মাহবুবুল ইসলাম ইমন,যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক হাসান রেজা,মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম ও নির্মূল কমিটির সদস্য রফিক হাসান বাবলু সহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।