ফয়সাল আজম অপু :চাঁপাইনবাবগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩১৯ টি গৃহ উদ্বোধন করছেন। শনিবার (২৩ জানুয়ারী) বেলা ১১টায় টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লা গ্রামে গৃহগুলো উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার হুমায়ন খন্দকার। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ-জামান,সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক কর্নেল সুরুজ মিয়া, সদর উপজেলা ভূমি অফিসার আমিনুর রহমান, জেলা রেজিষ্টার আলি আকবর, শিবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ডাঃ সামিউল ইসলাম শিমুল, চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ফেরদৌসি ইসলাম জেসি, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মইনউদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জের-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা যুবগীলের সভাপতি সামিউল হক লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার জেলা পর্যায়ের সকল সরকারী, বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিরা জেলা গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩৪ জনের মধ্যে ৩৬ জনকে কবুলিয়ত নামা হস্তান্তর করা হয়। লাল-সবুজের স্বপ্নের নীড়ে আছে ২টি ঘর, একটি রান্না ঘরসহ টয়লেট। চাঁপাইনবাবগঞ্জে বিখ্যাত গম্ভীরা গান শুনিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেলা বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাতে ১৩৪, শিবগঞ্জে ৭৩৭, গোমস্তাপুরে ৯৫, নাচোলে ২০০, ভোলাহাটে ১৭৫ টি গৃহহীন ঠাঁই পেয়েছে মুজিব-বর্ষের শেখ হাসিনার উপহার স্বরুপ। মোট ঠাঁই পাবে ১৩১৯টি গৃহহীন পরিবার।